সোমবার, ৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জনবল সংকটে লালমোহন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড || লালমোহন বিডিনিউজ
জনবল সংকটে লালমোহন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার পল্লী উন্নয়ন বোর্ড অফিসটি জনবল সংকটে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ গ্রাহক ও লালমোহন বাসী। একসময়ের জৌলুশপ্রাপ্ত প্রত্যন্ত গ্রামঅঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের অফিসটি এখন জনবল সংকটের কারণে প্রায় সময় বন্ধ থাকে।
গুরুত্বপূর্ণ ৩টি পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। লালমোহন উপজেলার পল্লীউন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লীউন্নয়ন কর্মকর্তা ও হিসাব রক্ষক এই ৩টি পদ দীর্ঘদিন ধরে শূণ্য। পাশের উপজেলা থেকে সপ্তাহে একদিন অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তাদের আসার কথা থাকলেও করোনার কারনে ঠিকমত তারা আসছে না। ফলে এই অফিসের সাধারন গ্রাহকরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে চরফ্যাশন উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম সুমন লালমোহন উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
তিনি জানান লালমোহন অফিসের ৩ টি গুরুত্বপূর্ণ পদ খালি রয়েছে। যারা নিয়মিত অফিসে বসেন। বর্তমানে অফিসের পিয়ন পর্যন্ত নেই। ফিল্ড কর্মীগণ ফিল্ডে কাজ করেন। ফিল্ড কর্মীগণ জরুরী প্রয়োজন হলে অফিসে আসেন। তাই আমরা অতিরিক্ত দায়িত্বপালনকারীগণ অফিসে না আসলে লালমোহন অফিস বন্ধ থাকে।
চরফ্যাশন উপজেলার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা লালমোহন উপজেলার ৩টি পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। চরফ্যাশনের পাশাপাশি লালমোহনে তিনি সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, হিসাব রক্ষক ও একটি প্রকল্পের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। চরফ্যাশন উপজেলাটি অত্যন্ত বড় উপজেলা। এখানে আমার অফিসের নিয়মিত কাজ শেষ করে অনান্য কাজ যেমন নির্বাচনের ডিউটিসহ ব্যাপক কাজ করতে হয়। পাশাপাশি লালমোহন উপজেলাতে কাজ করতে হয়। এই মহামারী করোনার মধ্যে এত কাজ করতে গিয়ে আমরা নিয়মিত হিমশিম খাচ্ছি। তারপরও চেষ্টা করছি ২টি উপজেলার কাজ ঠিকতম করতে।
এ কর্মকর্তা আরও বলেন, সঠিক ভাবে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অতি দ্রুত লালমোহন উপজেলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও হিসাব রক্ষক নিয়োগ দেয়া দরকার। তাহলে এই উপজেলার চলমান কার্যক্রম আরো সঠিক ও সুন্দর ভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
এ ব্যাপারে ভোলা বিআরডিবি উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সরকার বলেন, পদগুলো খালি আছে সেটা সত্য, তবে সবসময় অফিস বন্ধ থাকে না। ৩টি পোস্ট শূন্য আছে এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। লালমোহনের অতিরিক্ত দায়িত্বে যারা আছেন তারা কাজগুলো সঠিকভাবে করে যাচ্ছেন।