শনিবার, ৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » খুলনা | চট্টগ্রাম | জাতীয় | বরিশাল | বিভাগের খবর | রাজশাহী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশের ৩২ জেলায় করোনা ও উপসর্গে আরও ১৪০ জনের মৃত্যু ।। লালমোহন বিডিনিউজ
দেশের ৩২ জেলায় করোনা ও উপসর্গে আরও ১৪০ জনের মৃত্যু ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশের ৩২ জেলায় গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) ও এর উপসর্গ নিয়ে আরও ১৪০ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম বিভাগে করোনা ও উপসর্গে ৩২ জন মারা গেছেন। এরমধ্যে কুমিল্লার ১৪, চাঁদপুরের ১০ ও চট্টগ্রামের ৮ জন রয়েছেন। রাজশাহী বিভাগে ১২ জন মারা গেছেন।এর মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার ২ জন করে, নাটোর, নওগাঁ ও সিরাজগঞ্জের ৩ জন।
এদিকে, খুলনা বিভাগে মারা গেছেন ৩৯ জন। এরমধ্যে খুলনায় ৯, কুষ্টিয়ায় ১০, যশোরে ১০, মেহেরপুরে ৪, চুয়াডাঙ্গায় ৩, নড়াইল, মাগুড়া ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে সাতক্ষীরায় ৫ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহের ৬, নেত্রকোণার ৪, জামালপুর ও শেরপুরের ১ জন করে রয়েছেন। সিলেট বিভাগে করোনায় ৪ জন মারা গেছেন। মৃতরা সবাই সিলেটের বাসিন্দা ছিলেন।
অন্যদিকে, বরিশাল বিভাগে একদিনে ২৩ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে বরিশাল ও ভোলার ৩ জন করে ৬ জন ও ঝালকাঠির ২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, উপসর্গ নিয়ে শের ই বাংলা মেডিক্যালে আরও ১৫ জন মারা গেছেন। এছাড়া, রংপুর বিভাগে ১০ জন মারা গেছেন। এর মধ্যে রংপুরের ৪, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারীর ৬ জন রয়েছেন। এছাড়া, টাঙ্গাইলে ৩ জন মারা গেছেন।