শুক্রবার, ৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ইয়াবাসহ আটক-১ ।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ইয়াবাসহ আটক-১ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনের শম্ভুপুরের কোড়ালমাড়া নতুন বাজার থেকে ০৫ পিস ইয়াবাসহ মো. সজীব নামে একজনকে আটক করেছে পুলিশ।
ক্রবার বেলা ১ টার দিকে কোড়ালমাড়া ৯ নং ওয়ার্ডস্থ নতুন বাজার হোন্ডাস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক সজীব পটুয়াখালীর বাউফল থানার শৌলা ৮ নং ওয়ার্ডের বাসিন্দা জামাল সিকদারের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এসআই মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স নতুন বাজার হোন্ডাস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সজীব কে আটক করেন। এসময় তার কাছ থেকে ৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জিয়াউল হক জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরণ করার প্রস্ততি চলছে। মামলা নম্বর ০২, তারিখ ০৬ আগস্ট।