বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বিভাগের খবর | রংপুর | শিরোনাম | সর্বশেষ » রংপুরে ভুয়া নারী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার || লালমোহন বিডিনিউজ
রংপুরে ভুয়া নারী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রংপুরে ম্যাজিস্ট্রেট সেজে অভিনব কায়দায় প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে আনিকা তাসনিম সরকার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পিবিআই।
বুধবার (৪ আগস্ট) আনিকা তাসনিমকে গ্রেপ্তার করা হয়। একই সাথে প্রতারণার শিকার কারা সার্জেন্ট আনজু মিয়াকে একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, পূর্ব পরিচয়ের সুত্র ধরে ২ আগস্ট ওই কারা সার্জেন্টকে রংপুর জিলা স্কুলের সামনে থেকে ভুয়া ম্যাজিস্ট্রেট আনিকা তাসনিমের লোকজনেরা তার কাছ থেকে সোনা ও টাকা পয়সা হাতিয়ে নিয়ে সুস্থ জীবন মাদক নিরাময় কেন্দ্রে আটকে রাখে। এ ঘটনায় ৩ আগস্ট আনজু মিয়ার পরিবার থানায় জিডি করেন। পরদিন পিবিআই সুস্থ জীবন মাদক নিরাময় কেন্দ্র থেকে আনজু মিয়াকে উদ্ধার করেন।
বুধবার আনজু মিয়া ওই নারীর বিরুদ্ধে মেট্রো কোতয়ালী থানায় মামলা করলে পিবিআই ওই দিন রাতেই ভুয়া ম্যাজিস্ট্রেট আনিকা তাসনিমকে গ্রেপ্তার করে।