বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » শেখ কামাল ছিলেন খেলাধুলা ও সংস্কৃতিপ্রেমী-বললেন প্রধানমন্ত্রী || লালমোহন বিডিনিউজ
শেখ কামাল ছিলেন খেলাধুলা ও সংস্কৃতিপ্রেমী-বললেন প্রধানমন্ত্রী || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শেখ কামাল ছিলেন খেলাধুলা ও সংস্কৃতিপ্রেমী ছিলেন। ব্যবসা বাণিজ্য বা অর্থ সম্পদের প্রতি তার কোনো আগ্রহ ছিলো না।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে গণভবনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশকে গড়ে তোলা ও এগিয়ে নিতে বদ্ধপরিকর ছিলেন কামাল। কিন্তু তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের প্রতি ভালোবাসা ও কল্যাণকর কাজ করা ছিলো কামালের প্রধান লক্ষ্য। বেঁচে থাকলে শেখ কামাল এদেশের যুব সমাজকে এগিয়ে নিতে কাজ করতো। এসময় আগামীতে বিশ্ব ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এর আগে, ক্রীড়াবিদ ও সংগঠক ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।