বুধবার, ৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » বরযাত্রীর নৌকাযাত্রায় বজ্রপাত, নিহত ১৬ ।। লালমোহন বিডিনিউজ
বরযাত্রীর নৌকাযাত্রায় বজ্রপাত, নিহত ১৬ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বরযাত্রীর নৌকাযাত্রায় বজ্রপাতে ১৬ জন নিহত হয়েছেন।
বুধবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে পদ্মা নদী পার হয়ে ২৩ জনের একটি দল শিবগঞ্জের পাকা ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। ঝড়োবৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। আহত হয়ে বেশ কয়েকজন।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, সকালে চাঁপাইনবাবগঞ্জের আলীম নগর গ্রাম থেকে বরযাত্রী নিয়ে শিবগঞ্জের দক্ষিণ পাকার উদ্দেশ্য একটি নৌকা ছেড়ে যায়। নৌকাটি শিবগঞ্জের প্রায় কাছাকাছি পৌঁছলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকা ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন নিহত হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাকিব-আল-রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। মৃত ব্যক্তিদের ১৫ জনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা।
মৃতদের ১৫ জনই চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।