বুধবার, ৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | জাতীয় | ঢাকা | বিনোদন | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » চিত্রনায়িকা পরীমণি গ্রেপ্তার ।। লালমোহন বিডিনিউজ
চিত্রনায়িকা পরীমণি গ্রেপ্তার ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাংলা চলচিত্রের নায়িকা পরীমণিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৪ আগস্ট) বিকেলে, রাজধানীর বনানীর ফ্ল্যাট থেকে পরীমণিকে গ্রেপ্তারের পর তাকে নেয়া হয় র্যাব সদর দপ্তরে।
র্যাব জানায়, পরীমণির বিরুদ্ধে সুর্নিদিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিকেল চারটার দিকে বনানীর ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।
এর প্রায় এক ঘণ্টা পর র্যাব সদস্যরা পরীমণির বাসায় প্রবেশ করেন। কিছুদিন আগে সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করে আলোচনায় আসেন পরীমণি।
এর আগে, দুপুরে তার বাসায় অভিযানে যায় র্যাব। এ সময় নিজের ফেইসবুক থেকে লাইভে এসে পরীমনি বলেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। পুলিশকে খবর দেয়া হলেও তারা কোনো সাহায্য করছেন না।
তিনি আরও বলেন, পুলিশ হলে আমি দরজা খুলে দেব। কিন্তু তারা কোন পরিচয় দিচ্ছে না। তারা যদি আমাকে মেরে ফেলে সবার সামনেই মেরে ফেলুক। আমি লাইভ কাটব না।