বুধবার, ৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু || লালমোহন বিডিনিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৪১ জন মারা গেছেন। এ নিয়ে মোট প্রাণহানি ২১ হাজার ৬শ’ ৩৮ জনের। মৃত্যুর হার এক দশমিক ছয় পাঁচ। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ৮শ’ ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৯ হাজার ৫শ ১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক নয় এক। এ নিয়ে মোট শনাক্ত ১৩ লাখ ৯ হাজার ৯১০ জন। একদিনে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১শ ১২ জন। মোট সুস্থ ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন। সুস্থতার হার ৮৭ দশমিক এক দুই।
ঢাকা বিভাগে টানা কয়েকদিনের মত সর্বোচ্চ ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৬৮, খুলনায় ৩৬, সিলেটে ৫, রাজশাহীতে ১২, বরিশালে ৫, রংপুরে ১৫ ও ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।