মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় দরিদ্রদের খাদ্য সামগ্রী দিলো এফডিএ ।। লালমোহন বিডিনিউজ
মনপুরায় দরিদ্রদের খাদ্য সামগ্রী দিলো এফডিএ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুল সিকদার, চরফ্যাশন : ভোলার মনপুরায় কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করেছে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)।
ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার ২৭০ জন দরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যাান সেলিনা আক্তার চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্থার সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ, এফডিএ ও জোনাল ব্যবস্থাপক এ,বি ছিদ্দিকসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।