মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘চলমান বিধিনিষেধ বহাল থাকবে ১০ই আগস্ট পর্যন্ত’ ।। লালমোহন বিডিনিউজ
‘চলমান বিধিনিষেধ বহাল থাকবে ১০ই আগস্ট পর্যন্ত’ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও পাঁচদিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা।
মঙ্গলবার (৩ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক জরুরি সভা শেষে একথা জানান বৈঠকের সভাপতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৈঠক শেষে তিনি জানান, টিকার আওতা ক্রমেই বাড়ছে। সবদিক দিয়েই বাড়ছে। এটা সুখবর। প্রায় ১৪ হাজার কেন্দ্রে একযোগে সপ্তাহব্যাপী টিকা দেয়া হবে। অগ্রাধিকার পাবে বয়স্করা। শ্রমজীবীরা-কর্মজীবীরাও যেন টিকা নেন। টিকা না নিয়ে কেউ কর্মস্থলে যেন যোগ না দেয়। ১১ই আগস্ট থেকে শর্তসাপেক্ষে বিধিনিষেধ শিথিল হবে। গণপরিবহণ চললেও পালাক্রমে চলবে। দোকানপাট খুললেও স্বাস্থ্যবিধি মানতে হবে।
তিনি আরও জানান, মাস্ক পরাসহ যাবতীয় স্বাস্থ্যবিধি যেকোন মূল্যে মানতেই হবে। আওতাভুক্ত সবাই টিকা পাবার পর, আগের মতো সব স্বাভাবিক করার ইচ্ছা রয়েছে সরকারের। আগামী শনিবার ৭ই আগস্ট থেকে বিএসএমএমইউ ফিল্ড হাসপাতাল চালু হবে বলে আমরা আশা করছি।