সোমবার, ২ আগস্ট ২০২১
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের প্রতিনিয়ত অভিযানেও বাড়ছে না সচেতনতা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের প্রতিনিয়ত অভিযানেও বাড়ছে না সচেতনতা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ মহামারী করোনার সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে আগামী ৫ আগসট পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। ভোলার লালমোহনে লকডাউন বাস্তবায়নের লক্ষে কাজ করছে নিয়মিত কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী।
প্রতিদিনের অভিযানে জরিমানার আওতায় আসছে বিধিনিষেধ অমান্যকারীরা। তবুও যেন জনসাধারণের মাঝে বিন্দু পরিমান সচেতনতা সৃষ্টি হচ্ছেনা। প্রতিনিয়ত লকডাউন অমান্য করে বিভিন্ন অজুহাতে বাজারে আসছে মানুষ। তবে এদের কিছু সংখ্যক মাক্স পরিধান করলেও অধিকাংশেরই মাক্স পরিধানে অনীহা।
সোমবার (০২ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার লালমোহন পৌর শহরের সদর বাজার, পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া, রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহাডিঞ্জ ও মাদ্রাসা বাজার, কালমা ইউনিয়নের ডাওরী বাজার, ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলশিকদার বাজারসহ কয়েকটি প্রধান বাজারে ছোট বড় দোকানপাট খোলা। ক্রেতা বিক্রেতাসহ সাধারণ মানুষের অবাধ চলাচল ছিল লক্ষ্মণীয়।
শিল্প কারখানার খোলা থাকার ফলে সড়কে বড় ধরনের যাত্রীবাহি পরিবহন না থাকলেও ইজি বাইক, ব্যাটারী চালিত রিকশা ও মোটরসাইকেলে ঢাকা-চট্টগ্রামমূখী মানুষের চলাচল করতে দেখা গেছে।
এদিকে লকডাউন কার্যকরে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখা গেছে। গত ২৩ জুলাই লকডাউনের প্রথম দিন থেকেই বিধিনিষেধ অমান্যকারী দোকানী ও পথচারীদের কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২ আগস্ট) ১১তম দিনে ১২ জনকে ১২ হাজার ২শত টাকা অর্থদণ্ডকরে ভ্রাম্যমাণ আদালত।এছাড়াও গত ২৩ জুলাই (শুক্রবার) লকডাউনের প্রথমদিন থেকে আজ সোমবার ১১তম দিন পর্যন্ত বিধিনিষেধ অমান্য করায় মোট ১০৬ জনকে ৮৩ হাজার ৬ শত টাকা অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান বাজারগুলোতে গিয়ে এসব অর্থদণ্ডের পাশাপাশি অনেকে দোকানি ও পথচারীকে সতর্ক করণ এবং মাক্সবিহীন মানুষের মাঝে মাক্স বিতরণ করেছেন তিনি।
তবে নিয়মিত অভিযানেও দোকানী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা ফিরছেনা। অভিযানের পরপরই সড়কে বের হচ্ছে মানুষ, চলাচল করছে ছোট ছোট যান, খোলা হচ্ছে ছোট ছোট দোকান।
এদিকে লালমোহনে হঠাৎ করেই বেড়ে যাচ্ছে করোনা রোগীর সংখ্যা। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় আজ সোমবার (২ এপ্রিল) ৩১ জনের নমুনা পরীক্ষায় ১জনের করোনা পজিটিভ আসে।