সোমবার, ২ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আধিপত্যের জেরে অফিস ভাঙচুর ও হামলার অভিযোগ, আহত-৮ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে আধিপত্যের জেরে অফিস ভাঙচুর ও হামলার অভিযোগ, আহত-৮ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে অফিস ভাঙ্চুরসহ প্রায় ৮ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
গত শনিবার (৩১ জুলাই) রাতে ওই ইউনিয়নের মাদ্রাসা বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় রহিম মেম্বারের ছেরে জুবায়ের, জামালের ছেলে শামিম, জসিমের ছেলে শরীফ, মন্তাজের ছেলে ভূট্টু, জামালের ছেলে রাকিবসহ মোট ৮জন কে আহত করা হয়।
লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুর রহিম জানান, তাঁর ছেলে জোবায়েরকে ডেকে নিয়ে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের দুলালের ছেলে শামীম ও কয়েকজন মিলে মারধর করে। এ ঘটনা শামীমের পরিবারকে জানালে তারা ফয়শালার আশ্বাস দেন।
ইউপি সদস্য আবদুর রহিম অভিযোগ করে বলেন, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার ছেলে ইকবাল হোসেন জুলহাস ও তার জামাতা আনোয়ার রাব্বির উপস্থিতিতে শনিবার রাতে মাদ্রাসা বাজারে শামিম, জুয়েল, দিদার, শরীফ, আফসার, খবির ও শরীফসহ অনেকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাজারে শোডাউন দেয়। এ ঘটনা লালমোহন থানার ওসিকে জানালে তিনি পুলিশ পাঠান। তবে পুলিশের সামনেই অস্ত্রধারীরা তার অফিসে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন রহিম মেম্বার। এ সময় অফিসের ভিতরে থাকা তিনটি মোটরসাইকেল ভাঙচুরসহ তার লোকজনের উপরও অতর্কিত হামলা চালায় ।
তিনি আরও জানান, হামলাকারীদের হাত থেকে তাকে বাঁচাতে বাড়ি পর্যন্ত দিয়ে যায় পুলিশ। পরে জানতে পারেন হামলাকারীরা রাকিব নামে একটি একটি ছেলেকে ধরে নিয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইকবাল হোসেন জুলহাস তাঁর সম্পৃক্তার কথা অস্বীকার করে বলেন, আমাদের লোকজনের উপর হামলা করে ১১জনকে আহত করা হয়েছে। তাদের কে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সংবাদ পেয়ে ঘটনার দিন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে জানিয়ে লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় কোনও পক্ষই অভিযোগ করেনি।