শনিবার, ৩১ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে ২৪ ঘণ্টায় আরও ২১৮ জনের প্রাণহানি, শনাক্ত ৯৩৬৯ || লালমোহন বিডিনিউজ
দেশে ২৪ ঘণ্টায় আরও ২১৮ জনের প্রাণহানি, শনাক্ত ৯৩৬৯ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত আরও ২১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ হাজার ৬৮৫ জনের মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদফতর থেকে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার (৩১ জুলাই) এ সব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন নতুন রোগী। এ নিয়ে দেশে করোনা রোগী শনাক্ত হলেন মোট ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন করোনা রোগী। সুস্থতার হার ৮৬ দশমিক ২৯ শতাংশ।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৯৭৬ জনের। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৯৮০টি।
নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪টি।
মোট পরীক্ষার তুলনায় এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ।