শুক্রবার, ৩০ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » এমপি ও সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ’র ইন্তেকাল ।। লালমোহন বিডিনিউজ
এমপি ও সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ’র ইন্তেকাল ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক ; কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফ মারা গেছেন।
শুক্রবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বর্ষীয়ান এ রাজনীতিকের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। অধ্যাপক আলী আশরাফ নিউমোনিয়া ও পিত্তথলিতে ইনফেকশনজনিত সমস্যায় ভুগছিলেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বর্ষীয়ান আওয়ামী লীগ নেতার মৃত্যুতে তাঁর নির্বাচনি এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে, এক ছেলে ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
আলী আশরাফ ১৯৬২ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগে যোগদান করে রাজনীতির অঙ্গনে পা রাখেন। ১৯৭৩ সালে দেশের সর্বকনিষ্ঠ এমপি নির্বাচিত হন। ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মতো বিজয় লাভ করেন। ২০০০ সালে সপ্তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। মৃত্যুর মধ্য দিয়ে প্রায় ৬০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টানেন।
গেল ২রা জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন আলী আশরাফ।