শুক্রবার, ৩০ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » আগামী তিনদিনে কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা ।। লালমোহন বিডিনিউজ
আগামী তিনদিনে কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল রয়েছে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
তবে আগামী ৭২ ঘন্টায় কমে আসতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর ও নৌ-বন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
গেল ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে ২৫৮ মিলিমিটার। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়োহাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বা অতি ভারি বর্ষণ হতে পারে।
পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত নদী ও সমুদ্র বন্দরগুলোকে সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ুর প্রভাবে বছরের এই সময়ে এই বৃষ্টিপাত স্বাভাবিক বলছে আবহাওয়া অফিস।