মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুরা : পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, অতিথিদের বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুল দিয়ে বরণের মধ্য দিয়ে মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে ২০২৫/১৬ শিক্ষাবর্ষের ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর সোমবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস সেলিনা আক্তার চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক এ. কে. এম শাহজাহান মিয়া।
কলেজের সহকারী গ্রন্থাগারিক মোঃ হেলাল উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ভূঁইয়া, মোঃ তৈয়বুর রহমান ফারুক, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক(যুক্তিবিদ্যা) মোঃ ফারুক আহম্মেদ, সাকুচিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ সামছুদ্দিন, সহকারী শিক্ষক মাওলানা মোঃ নজরুল ইসলাম, ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার মোঃ শাজাহান, ফকির হাট দাখিল মাদ্রসার সহকারী শিক্ষক মোঃ শামছুদ্দিন মোল্লা, উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি আব্বাছ উদ্দিন আকাশ, উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ন সম্পাদক মোঃ আঃ মতিন, ২ নং হাজীর হাট ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ চৌধুরীসহ কলেজের সকল সহকারী অধ্যাপক, প্রভাষক ও সকল ছাত্রীরা উপস্থিত ছিলেন।