বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গাঁজাসহ যুুবক আটক || লালমোহন বিডিনিউজ
লালমোহনে গাঁজাসহ যুুবক আটক || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে গাঁজাসহ মো. আরিফ (২২) নামে এক যুবককে আটক করেছে মঙ্গলসিকদার তদন্তকেন্দ্রের পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নেছার উদ্দিনের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় আরিফের সহযোগী মো. জুয়েল পালিয়ে যায়। আরিফ ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড চতলা গ্রামের দালাল বাড়ির মো. ওলীর ছেলে এবং তার সহযোগী মো. জুয়েল একই এলাকার মো. নিজামের ছেলে।
জানা যায়, মঙ্গল সিকদার পুলিশ তদন্তকেন্দ্রের এসআই (নিঃ) উত্তম কুমার ভট্টাচার্জ্য ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ধলীগৌরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নেছার উদ্দিনের বাড়ির সামনে থেকে মো. আরিফ কে আটক করেন। পরে তাকে তল্লাশী করে ৩০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় আরিফে সহযোগী মো. জুয়েল পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় আটককৃত ও তার সহেযাগীর বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৬. তারিখ ২৯জুলাই।