
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | ভোলা | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভোলায় করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
ভোলায় করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
---লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফজিলতুননেছা (৬৫), তজুমুদ্দিন উপজেলার চর জহিরউদ্দিনের মোঃ জামাল (৪০) এবং সদর উপজেলার পৌরসভার অভিসারপাড়ার আবদুল করিম (৬৫) উপসর্গ নিয়ে মারা গেয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে লালমোহনের এক ব্যক্তির মৃত্যু হয়। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩১ জনে। এর বাইরেও করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি ৩৯ জনসহ বর্তমানে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৭১ জন রোগী চিকিৎসাধীন আছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট সূত্র এ তথ্য নিশ্চিত করে।
ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র জানায়, ভোলায় গত ২৪ ঘন্টায় ২৫০ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ১১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৪৪ জন ভোলা সদর, দৌলতখানে ৮ জন, ১৬ জন বোরহানউদ্দিন, ১২ জন লালমোহন, তজুমুদ্দিনে ৮ জন ও ২৫ জন চরফ্যাশন উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৪৫.২ শতাংশ। একদিন আগে বুধবার আক্রান্তের হার ছিল ৭৫ শতাংশ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১১৪ জন।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৫৮২ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।