বুধবার, ২৮ জুলাই ২০২১
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিধিনিষেধ অমান্য করায় ৭জনের অর্থদণ্ড || লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিধিনিষেধ অমান্য করায় ৭জনের অর্থদণ্ড || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : মহামারী করোনার সংক্রমণ রোধে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৭টি মামলায় ৭ জনকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জুলাই) বিকেলে লালমোহন পৌর শহরের মাছ বাজার ও কাঁচা বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম।
এসময় বিধি অমান্য করায় মাছ বাজার ও কাঁচা বাজারে ৪জনকে ৪হাজার টাকা, বিএফজি চাইনিজ রেষ্ট্রুরেন্ট কে ৫হাজার টাকা
ও দুটি ফার্মেসীকে ১হাজার জরিমানা করা হয়। পাশাপাশি হ্যাণ্ড মাইকে সকলকে বিধিনিষেধ মেনে ঘরে অবস্থান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান ইউএনও।
পরে লকডাউনে অসহায় হয়ে পড়া দুইজন দুস্থের হাতে খাদ্য সামগ্রী তুলে ইউএনও পল্লব কুমার হাজরা।
এদিকে গত ২৪ ঘণ্টায় লালমোহনে ৩৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩জনের রিপোর্টে করোনা পজেটিভ আসে।