মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
প্রথম পাতা » কোর্ট-কাচারী | চরফ্যাশন | জেলার খবর | তজুমদ্দিন | দক্ষিণ আইচা | দৌলতখান | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | ভোলা | মনপুরা | লালমোহন | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ২২ জনের অর্থদণ্ড, ১৪ জনের কারাদণ্ড ।। লালমোহন বিডিনিউজ
ভোলায় ২২ জনের অর্থদণ্ড, ১৪ জনের কারাদণ্ড ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : মহামারি করোনার সংক্রমণ রোধে সরকার কর্তৃক ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ভোলায় ৩৬টি মামলায় ২২জনকে অর্থদণ্ড ও ১৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৩৬ জনের মধ্যে ২২ জনের কাছ থেকে ৩৭ হাজার ১০৯ টাকা জরিমানা আদায় করেন। ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর মধ্যে ভোলা সদরে ২৮ টি মামলায় ১৪ জনকে ৩৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয় এবং ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
লালমোহনে ৮ মামলায় ৮ জনকে ২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভোলা জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আকিব ওসমান এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।