মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ সংকটে, সংগ্রামে, মানবতার সেবায় সদা জাগ্রত স্লোগানে ভোলার লালমোহনে “বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ” এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ তানজিম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে টেলি কন্ফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে এতিম শিশুদের মাঝে পাঞ্জাবি ও দুস্থ নারীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও পৌর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জসিম ফরাজী প্রমুখ।