মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে “তানহা হেলথ্ ফাউন্ডেশন” এর বৃক্ষরোপণ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে “তানহা হেলথ্ ফাউন্ডেশন” এর বৃক্ষরোপণ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে বৃক্ষরোপণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “তানহা হেলথ্ ফাউন্ডেশন”।
নতুন প্রজন্মমের কাছে বৃক্ষরোপণের গুরুত্ব ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার সকালে এ বৃক্ষরোপন কর্মসূচী পালন করে সংগঠনটি।
উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ইলিশা কান্দি গ্রামের “পশ্চিম চরউমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়” চত্বরসহ বিভিন্ন সড়কের পাশে এ বৃক্ষরোপণ করেন তারা।
বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, তানহা হেলথ্ ফাউন্ডেশনের পরিচালক আবুল খায়ের সবুজ, যুবলীগ নেতা সেলিম খান, পশ্চিম চর উমেদ মডেল নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তফা কামাল, প্রভাষক মুজিবুর রহমান প্রমুখ।
সংগঠনটির পরিচালক আবুল খায়ের সবুজ জানান, এ সময়টা বৃক্ষরোপণের জন্য উপযুক্ত সময়। সঠিক সময়ে আমাদের গাছ লাগাতে হবে। অক্সিজেনের জন্য গাছ প্রয়োজন, এটা জেনেও অনেকে গাছ না লাগিয়ে কেটে ফেলেন। তাই গাছ না কেটে বরং বেশি বেশি করে গাছ লাগানোর আহবান জানান তিনি।