সোমবার, ২৬ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | জাতীয় | জেলার খবর | ঢাকা | বরিশাল | বিভাগের খবর | রাজশাহী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ৩২ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৭৩ জনের মৃত্যু ।। লালমোহন বিডিনিউজ
৩২ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৭৩ জনের মৃত্যু ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দেশের ৩২ জেলায় ১৭৩ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৭ জন মারা গেছেন। এদের মধ্যে চট্টগ্রামে ১২ এবং কুমিল্লায় ১৫ জন।
রাজশাহী বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে রাজশাহীর ১৩, নাটোরের ২, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে রয়েছেন।
খুলনা বিভাগে করোনায় ৪৬ জন মারা গেছেন। এদের মধ্যে খুলনার ১১ জন, কুষ্টিয়ার ১৩, যশোরের ১১, বাগেরহাটের ৩, মেহেরপুরের ৩, নড়াইলের ২, মাগুড়ার ২ এবং ঝিনাইদহের একজন রয়েছেন।
ময়মনসিংহ বিভাগে একদিনে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহের ১৯, নেত্রকোনার ২ এবং জামালপুর ও শেরপুরের একজন করে রয়েছেন।
সিলেট বিভাগে করোনায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে সিলেটের ১০, সুনামগঞ্জে তিন এবং হবিগঞ্জের একজন রয়েছেন। বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৮ জনের মধ্যে বরিশালের ১০, বরগুনার ৭ এবং পিরোজপুরের একজন রয়েছেন।
এদিকে রংপুর বিভাগে করোনায় মারা গেছেন ১৬ জন। এদের মধ্যে রংপুরে ৭, দিনাজপুরে ৩, ঠাকুরগাওয়ে ৩ এবং পঞ্চগড়, লালমনিরহাট ও নীলফামারীতে ৩ জন মারা গেছেন।
এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুরে ৮, টাঙ্গাইলে ৪ জন মারা গেছেন।