রবিবার, ২৫ জুলাই ২০২১
প্রথম পাতা » কোর্ট-কাচারী | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » বিধি-নিষেধ অমান্য করায় চরফ্যাশনে ১৫ জনকে অর্থদণ্ড ।।লালমোহন বিডিনিউজ
বিধি-নিষেধ অমান্য করায় চরফ্যাশনে ১৫ জনকে অর্থদণ্ড ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে কভিড-১৯ প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে দুই সপ্তাহের কঠোর লকডাউন দিয়েছে সরকার। সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ১৫ জনকে অর্থদন্ড করা হয়েছে।
গতকাল রবিবার (২৫ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের নেতৃত্বে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালিত হয়।
এ সময় তাকে সহযোগিতা করেন চরফ্যাশন থানার এস আই ইয়াছিনের নেতৃত্বে পুলিশের একটি টিম। এ অভিযানে চরফ্যাশন শহরের কয়েকটি সড়কে আইন অমান্য করে যানবাহন চালানো ও স্বাস্থ্যবিধি না মানা, ব্যবসায় প্রতিষ্ঠান খোলার অপরাধে ১২টি মামলায় ১৫জনকে ১৯ হাজার ৪০০ টাকা অর্থদন্ড করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন কার্যকর করতে তৎপর আইন শৃংখলা বাহিনী। নিয়মিত মোবাইল কোর্টের অভিযান চলবে।