রবিবার, ২৫ জুলাই ২০২১
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ভাসমান দুটি লাশের একটি সন্ধান মিলেছে।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ভাসমান দুটি লাশের একটি সন্ধান মিলেছে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন বেতুয়া লঞ্চঘাট এলাকায় মেঘনার তীরে ভাসমান লাশ দুটির একটি পরিচয় পাওয়া গেছে। লাশ দুটির একটি হলো ভোলার চরপাতা ইউনিয়নের বাগারহাট গ্রামে আবু কালামের ছেলে সুজন(৩৫)। সে ঢাকা ব্যবসায় করতেন। অন্য লাশটির সন্ধান না পাওয়া তাকে আনজুমনে দাফন করা হয়েছে বলে ওসি চরফ্যাশন এই প্রতিনিধিকে জানিয়েছেন।।
জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেতুয়া লঞ্চঘাট এলাকায় প্রশান্তিপার্ক সংলগ্ন অজ্ঞাতনামা একটি মরাদেহ ভাসতে দেখে স্থানীরা চরফ্যাশন পুলিশকে খরব দেয়। পুলিশ লাশ একটি উদ্ধার করতে গিয়ে অরেকটির ভাসতে দেখে। পরে থানা পুলিশ স্থানীয়দের সহায়তা মরাদেহ দুটি উদ্ধার করে থানা নিয়ে আসে।