শনিবার, ২৪ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় মেঘনায় ট্রলারডুবি, ১৬ জেলেসহ ট্রলার উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
মনপুরায় মেঘনায় ট্রলারডুবি, ১৬ জেলেসহ ট্রলার উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধিঃ ভোলার মনপুরা উপজেলার মেঘনায় ঝড়ের কবলে পড়ে ১৬ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কেউ নিখোঁজ নেই। দুর্ঘটনাকবলিত ট্রলারসহ সবাইকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ শনিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চরপিয়াল সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
উদ্ধারকৃত জেলেরা হলেন, ট্রলার মালিক আবু সাইদ গাজি (৪৫), মাঝি আরজু (৫০), জেলে আরিফ (২৮), সাগর(২৫), সিরাজ (৪০), আবুল বারী (৫০), আখতার বকশি (৩০), শরিফ (২৫), সোহেল (৫০), গফুর (৩০), জাকির (২৫), আলতাফ (২৫), আলাউদ্দিন (৩০), আল আমিন (৩০), সুফিয়ান (২০) ও নাসির (২৫)। এরা সকলেই মনপুরা উপজেলার বিভিন্ন গ্ৰামের বাসিন্দা।
মনপুরা ক্ষুদ্র জেলে ও মৎস্যজীবী সমিতির সভাপতি মো. নাছির জানান, মনপুরার হাজির হাটের আবু সাইদ গাজীর একটি ট্রলার চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকার করছিলো। এ সময় হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। খবর পেয়ে চরমানিকা ও মনপুরার কোস্টগার্ডের দুটি দল স্থানীয় জেলেদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারসহ ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন্স অফিসার লেফটেন্যান্ট শাফকাত জানান, ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তবে, কোনো হতাহত ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া ট্রলারের সকল জেলেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা জীবিত উদ্ধার করেছে বলেও জানান তিনি।