সোমবার, ১৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাজধানী | শিরোনাম | সর্বশেষ » অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে অভিযান চলবে: সেতুমন্ত্রী
অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে অভিযান চলবে: সেতুমন্ত্রী
লালমোহন বিডিনিউজ ,সাইফ বাবলু ঢাকা :সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাময়িক জনভোগান্তি হলেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্ট যাত্রীবাহী পরিবহণের বিরুদ্ধে অভিযান চলবে। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিস) কার্যালয়ে প্রতিষ্ঠানটির ডিপো ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাময়িকভাবে জনভোগান্তি হলেও গণপরিবহনগুলো যেন সরকার নির্ধারিত ভাড়া নিতে বাধ্য হয়, সেজন্য অভিযান অব্যাহত থাকবে।তিনি বলেন, রাজধানীর গণপরিবহনগুলোর ৬০ শতাংশ সরকার নির্ধারিত এবং ৪০ শতাংশ অতিরিক্ত ভাড়া আদায় করছে। এই অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আমাদের অভিযান চলবে।
সড়কমন্ত্রী বিশেষায়িত বাস সম্পর্কে বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, ১৬টি রুটে ১৩টি বিশেষায়িত মহিলা বাস চলাচল করছে। এছাড়া বিআরটিসির সব বাসে মহিলাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে।
ছাত্র-ছাত্রীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়া হয় না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারি পরিবহন বিআরটিসিসহ অন্যান্য বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে হবে। না নিলে সঙ্গে সঙ্গে অভিযোগ করবেন। ব্যবস্থা নেয়া হবে।
বিআরটিসি বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বিআরটিসি বাসগুলো যেন অপরিষ্কার ও নোংরা না থাকে এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান ও কর্মকর্তাদের পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।