রবিবার, ১৮ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জে গলায় ওড়না পেচিয়ে সীমা আক্তার (১৯) নামে এ যুবতী আত্মহত্যা করেছে।
রবিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড সিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে। যুবতী ওই বাড়ির মোঃ সিদ্দিকের মেয়ে।
যুবতীর পিতা সিদ্দিক জানান, তার ৪ ছেলে ও১ মেয়ের মধ্যে সীমা চতূর্থ। প্রায় ৮/৯ মাস আগে পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলার শম্ভুপুরের আঃ হাইয়ের ছেলে মিরাজের সাথে সীমার বিয়ে হয়। বিয়ের পর থেকে মেয়ে ও জামাতা সিদ্দিকের বাড়িতেই থাকতো।
রবিবার সকালে কাজের উদ্দেশ্যে জামাতা বের হয়ে যায় আর পাশের জমি থেকে গরুর ঘাস আনতে যায় সীমার মা আছমা বেগম।
পরে বাড়ি ফিরে ঘরের সকল দরজা-জানালা বন্ধ পেয়ে আর মেয়েকে ডেকেও কোনো সাড়া না পেয়ে চিৎকার দেন তিনি। পরে পার্শ্ববর্তী লোকজন এসে জানালা ভেঙে বারন্দার চালের কাঠের সাথে যুবতীকে ঝুলন্তবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে বেলা পৌনে ১২টার দিকে যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মেয়ের মানসিক সমস্যা ছিল জানিয়ে সিদ্দিক আরও বলেন, এর আগেও সে বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল।
লালমোহন থানা অফিসার ইনচার্জ ওসি মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হবে।