বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনায় আরও ২২৬ জনের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
করোনায় আরও ২২৬ জনের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ২৭৮ জনে।
একই সময়ে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জন।
বৃহস্পতিবার (১৫ই জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৬২৭টি ল্যাবরেটরিতে ৪৬ হাজার ৬০৪টি নমুনা সংগ্রহ ও ৪৪ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭১ লাখ ৪৪ হাজার ৪২০টি।