বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলার লালমোহনে বৃক্ষরোপণ করেছে উপজেলা যুবলীগ || লালমোহন বিডিনিউজ
ভোলার লালমোহনে বৃক্ষরোপণ করেছে উপজেলা যুবলীগ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহন উপজেলা যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করেন উপজেলা যুবলীগ নেতৃবৃন্দরা।
কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এবং উপজেলা যুবলীগের আয়োজনে বৃহস্পতিবার সকালে লালমোহন পৌরসভা ৭নং ওয়ার্ড এলাকায় ফলজ ও বনজসহ বিভিন্ন প্রজাতির একশত গাছের চারা রোপণ করেন তারা।
উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়াম্যান আবুল হাসান রিমন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ও কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আমরা বৃক্ষরোপণ করেছি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নের্তৃবৃন্দদেরকেও কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষরোপণে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ মঞ্জু, শাহাজাদা পঞ্চায়েত, মনির মাতাব্বর, জামাল হাওলাদারসহ আরও অনেকে।