রবিবার, ১৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলা-চরফ্যাশন মহাসড়কে থ্রী হুইলার চলাচলের দাবিতে লালমোহনে শ্রমিকদের মানববন্ধন ও আলোচনা সভা
ভোলা-চরফ্যাশন মহাসড়কে থ্রী হুইলার চলাচলের দাবিতে লালমোহনে শ্রমিকদের মানববন্ধন ও আলোচনা সভা
লালমোহন বিডিনিউজ: ভোলা টু চরফ্যাশন মহাসড়কে থ্রী হুইলার চলাচলের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা । রবিবার সকাল সাড়ে ১০ টায় লালমোহন পৌরশহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধনে আটো, নসিমন, করিমন, টেম্পু ও মটর চালিত রিক্সা চালক ও সংশ্লিষ্টি শ্রমিকরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন উপজেলায় প্রায় ১ হাজার আটো, নসিমন, করিমন, টেম্পু ও মটর চালিত রিক্সা রয়েছে। যানবাহন বন্ধ থাকায় হাজার হাজার যাত্রীদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। থ্রী হুইলার চলাচল বন্ধ করে দেওয়ায় এর সাথে সংশ্লিষ্টি শ্রমিকরা আজ বেকার হয়ে পরেছে। এই ভাবে চলতে থাকলে এসকল শ্রমিকদের পরিবাররা মানবেতর জীবন যাপন করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর ৮ নং ওয়ার্র্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন, পৌর শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত,নসিমন সভাপতি মামুন প্রমূখ। মানববন্ধন শেষে থ্রী হুইলার চলাচলের দাবিতে এসকল শ্রমিকরা লালমোহন উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যেমে জেলা প্রশাসক বরাবর শারকলিপি প্রেরণ করেন। উল্লেখ্য,গত ১০ অক্টোবর থেকে জেলার ৬ উপজেলায় থ্রী হুইলার চলাচল বন্ধ করে দেয় প্রশাসন।