শনিবার, ১০ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বিদ্যালয়ের মাঠে গরুর হাটঃ ব্যবস্থা নেয়ার আশ্বাস।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে বিদ্যালয়ের মাঠে গরুর হাটঃ ব্যবস্থা নেয়ার আশ্বাস।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুল সিকদার, চরফ্যাশন॥ ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ৬২ নং আয়েশাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা দুলার পরিবর্তে স্বাস্থ্যবিধি অমান্ন করে গরুর হাট বসেছে।প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রুহুল আমিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন বেতুয়া সড়ক বদ্দারহাটটি সপ্তাহে বৃহস্পতি ও রবিবার বসে। ওই হাট সংলগ্ন আসলামপুর ৬২ নং আয়েশাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থী নিরাপত্তার জন্য রয়েছে বাউন্ডরী ওয়াল।বিদ্যালয় ছুটিপরে কোমলমতি শিশুরা ওই বিদ্যালয় মাঠে খেলাদুলা করে। করোনাকালিন স্কুল বন্ধ থাকার সুবাধে আসন্ন কোরবানির ঈদ পূর্বক বিদ্যালয় প্রধান শিক্ষক ও সভাপতি, ইজাদারের খামখেয়ালি পনায় স্বাস্থ্যবিধি অমান্য করে বিদ্যালয়ের মাঠে বসেয়েছে গরুহাট। স্থানীরা চাপা ক্ষোভ প্রকাশ করে বলেন, বদ্দারহাট সংলগ্ন প্রাইমারী স্কুলের বাউন্ডারী মধ্যে বিদ্যালয় মাঠে গরুর হাট বসা নিন্দুনীয়। এভাবে চলতে থাকলে কোমল মতি শিশুরা মাঠে খেলাদুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। করোনাকালিন জনসমাগমে আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে।
বিদ্যালয় প্রধান শিক্ষক মো.ছলিমুল্লাহ বলেন, আমার বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি আঃ মান্নান এর অনুমতি ক্রমে স্কুলের বাউন্ডারী মধ্যে গরুর হাট বসতে অনুমতি দিয়েছি। এলাকার স্বার্থে সভাপতিসহ কমিটির লোকজন চাবি দিতে বলেছেন।
উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চরফ্যাশন উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আঃ মন্নান মোবাইল ফোনে বক্তব্যে নেয়ার জন্য ফোন দিলে প্রথমে কল ঢুকলে পরবর্তী বন্ধ পাওয়া তাঁর বক্তব্যে নেয়া সম্বব হয়নি।
গরুর বাজার ইজারাদার আঃ খালেক স্কুলের মাঠে গরু হাট বসার কথা শিকার করে বলেন,প্রশাসনের পক্ষ থেকে কোন অনুমতি নেয়া হয়নি। বিদ্যালয় সভাপতি নির্দেশক্রমে বিদ্যালয়েল মাঠে হাট বসিয়াছি। আপনি কিছু করার প্রয়োজন নেই আমরা আপনার সাথে দেখা করব।
চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরীর সাথে ৪.৪২মিনিটে মোবাইল ফোন বন্ধ পাওয়ার তারও বক্তব্যে নেয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রুহুল আমিন বলেন, ইতিপূর্বে জেনে বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এখনও গরুর হাট বসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।