শুক্রবার, ২ জুলাই ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় আরও ১৩২ জনের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ১৩২ জনের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৭৭৮ জনে। এছাড়া গেল ২৪ ঘন্টায় দেশের ৫৬৬টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ৩০ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮ হাজার ৪৮৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৩০ হাজার ৪২ জনে। দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ৮ হাজার ৮২২ জন। শুক্রবার (২রা জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা দেশে শনাক্তের ৪৮২তম দিনে এসে নমুনা পরীক্ষা বিবেচনায় গেল ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ২৮.২৭ শতাংশ। আর পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার ১৩.৯৪ শতাংশ। এছাড়া গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০৯ জন। আর এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন। সে হিসেবে দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮.৭৫ শতাংশ। এছাড়া দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১লা জুলাই সকাল ৮টা থেকে ২রা জুলাই সকাল ৮টা পর্যন্ত করোনায় মৃত্যু হওয়া ১৩২ জনের মধ্যে ৮১ জন পুরুষ এবং ৫১ জন নারী। এ পর্যন্ত মৃত্যু হওয়া ১৪ হাজার ৭৭৮ জনের মধ্যে ১০ হাজার ৪৯৬ জন পুরুষ এবং ৪ হাজার ২৮২ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী কয়েকদিন ধরেই বিভাগওয়ারি দৈনিক মৃতের সংখ্যার দিক থেকে সবচেয়ে উপরে খুলনা বিভাগে। গেল ২৪ ঘন্টায় এ বিভাগে মৃত্যু হয়েছে ৩৫ জনের। এছাড়া ঢাকা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।