বুধবার, ৩০ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে যায়যায়দিন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে যায়যায়দিন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
পত্রিকাটির ১৬বছরে পদার্পণ উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে বুধবার সকাল ১১টায় লালমোহন প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিজান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. জসিম জনি।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে পত্রিকাটি ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করেছে। এ ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।
এসময় উপজেলার বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।