শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলার লালমোহনে প্রশাসন কতৃক অটো রিক্সা আটক ও জরিমানার প্রতিবাদে মটর রিক্সা চালকদের সভা
ভোলার লালমোহনে প্রশাসন কতৃক অটো রিক্সা আটক ও জরিমানার প্রতিবাদে মটর রিক্সা চালকদের সভা
লালমোহন বিডিনিউজ ,সালাম সেন্টু লালমোহন : ভোলার লালমোহনে প্রশাসন কতৃক মটর রিক্সা আটক ও জরিমানার প্রতিবাদে শুক্রবার বিকেল ৪টায় লালমোহন পৌরসভা ২নং ওয়ার্ড পূর্বপাড়া রিক্সাচালক সঞ্চয় সমিতির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় লালমোহন বাজারে মটর রিক্সা চলাচল করায় কোন প্রকার প্রচার প্রচারনা ছাড়া প্রশাসন কতৃক রিক্সা আটক, রিক্সা চালকদের মারধর, দিনভর আটক রেখে ৫০০ টাকা জরিমানার মাধ্যমে রিক্সা মুক্ত করার বিষয়ে আলোচনা করা হয় ।
এ সময় শত শত রিক্সা চালক ভোলা (৩) লালমোহন-তজুমদ্দিনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর হ¯তক্ষেপ কামনা করে বলেন, আমরা সকাল বেলা রিক্সা নিয়ে বের হয়ে লালমোহন থানা মোড় অথবা বাজার এলাকায় পৌছা মাত্রই চলšত রিক্সা থেকে যাত্রী নামিয়ে রিক্সা আটক করে এবং সারাদিন থানায় রেখে পরদিন ৫০০ টাকা জরিমানা দিয়ে রিক্সা ছাড়িয়ে আনতে হয় । বাজার এরাকায় যানজট এড়ানোর নাম করে কেনো চলšত রিক্সা আটক করা হয় । এভাবে চলতে থাকলে আমরা পরিবার পরিজন নিয়ে কোথায় গিয়ে দাড়াবো ?
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন ।
পৌরসভা ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: হেলাল হাওলাদার, পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আজাদ সহ পৌরসভার বিভিন্ন রিক্সাচালক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
যানজটের দোহাই দিয়ে চলšত রিক্সা আটক বন্ধ করা হোক এমনটাই কামনা করছেন ভূক্তভোগী রিক্সাচালকগন ।