শুক্রবার, ২৫ জুন ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সারা দেশে ১৪ দিন শাটডাউনের সুপারিশ।।লালমোহন বিডিনিউজ
সারা দেশে ১৪ দিন শাটডাউনের সুপারিশ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
দেশের বিভিন্ন এলাকায় লকডাউন ও রাজধানীকে বিচ্ছিন্ন করা সম্ভব না হওয়ায় কমিটি জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করার জন্য এই সুপারিশ করে। অন্যদিকে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সুপারিশকে স্বাগত জানিয়ে বলছেন, শাটডাউনের পাশাপাশি স্বাস্থ্যবিধি ও টিকা গুরুত্বপূর্ণ। জনপ্রশাসন প্রতিমন্ত্রীও কমিটির পরামর্শকে ইতিবাচক হিসেবেই দেখছেন।
বৃহস্পতিবার বিকেলে, জাতীয় কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩৮তম সভায় সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করা হয়। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন রকম চেষ্টা সফল না হওয়ায় তারা এই সুপারিশ করেন।
কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ টেলিফোনে ডিবিসি নিউজকে জানান, আঞ্চলিক লকডাউনে কাজ না হওয়ায় সারা দেশে শাটডাউনের পরামর্শ দেয়া হয়েছে। এসময় অফিস-আদালত সব বন্ধ থাকবে বলে এ সভার আলোচনায় সুপারিশ করা হয়। এ রকম যদি আমরা দুই সপ্তাহ করতে পারি তাহলে করোনা নিয়ন্ত্রণে আমরা খুবই ভালো একটা সফলতা পাবো।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ভাইরাসবিদরা, সংক্রমণ ঠেকাতে শাটডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে শুধু শুধুমাত্ বলার জন্য শাটডাউন নয়,ভাইরাস নির্মূল করতে হলে টিকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার উপরই বেশি গুরুত্ব দিতে চান তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের ভাইরাসবিদ ডা. মো. ফিরোজ আহমেদ বলেন,সংক্রমণ বাড়ছে বলেই পরামর্শক কমিটি শাটডাউনের প্রস্তাব দিয়েছি। আমি মনে করি এটা খুবই ভালো সিদ্ধান্ত। এছাড়া টিকার জন্য আমাদের বাইরের দেশের পাশাপাশি নিজেদের যে উৎসগুলো আছে সেগুলোকেও সমৃদ্ধ করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা সাথে আমরা যদি গবেষণাকে সম্পৃক্ত করতে না পারি তাহলে কখনোই আমরা সঠিক দিক নির্দেশনা পাবো না।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, শাটডাউন বা লকডাউন তখনই সফল হবে যখন ক্ষুধার্ত এবং অসহায় মানুষদের ঘরে খাবার পৌঁছে দেয়া যাবে। শুধু কাগজে প্রজ্ঞাপন নয় বাস্তবায়ন করার মত মনোভাব এবং পদক্ষেপ সমস্ত কিছু নিশ্চিত করেই এই জাতীয় সিদ্ধান্তে যাওয়া উচিত।
অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এই সুপারিশ পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা প্রস্তুত আছি, দরকার হলে কিছুদিনের জন্য আগের মতই বিধি-নিষেধ দেয়া হতে পারে। প্রয়োজনে সম্পূর্ণ শাটডাউনের এই সুপারিশ বাস্তবায়ন করবে সরকার এবং করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এই শাটডাউন হবে আরও কঠোর।
জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী সরকার সারাদেশে শাটডাউনের সিদ্ধান্ত কবে থেকে বাস্তবায়ন করবে সেটিই এখন দেখার বিষয়।