শুক্রবার, ২৫ জুন ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ঢাকা-১৪ আসনে মিন্টুকে জয়ী ঘোষণা।।লালমোহন বিডিনিউজ
ঢাকা-১৪ আসনে মিন্টুকে জয়ী ঘোষণা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রাজধানীর ঢাকা-১৪ আসনে উপনির্বাচনে কোনও প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আগা খান মিন্টুকে জয়ী ঘোষণা।
প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করায় শুক্রবার (২৫ জুন) রিটার্নিং অফিসার আগা খান মিন্টুকে জয়ী ঘোষণা করেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শূন্য হওয়া ঢাকা-১৪ আসনে উপনির্বাচনে প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিলো গতকাল ২৪ জুন। কিন্তু, নির্ধারিত তারিখের আগেই প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করায় একমাত্র প্রার্থী হিসেবে আগা খান মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
এর আগে, ঢাকা-১৪ আসনে উপনির্বাচনে অংশ নিতে পাঁচজন মনোনয়ন জমা পড়ে। তাদের মধ্যে একজনের মনোনয়ন বাতিল করা হয়। বাকী চারজনের মধ্যে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণ দেখিয়ে জাতীয় পার্টি’র মোস্তাকুর রহমান, বিএনএফ-এর কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদ-এর আবু হানিফ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
প্রসঙ্গত, গেল ৪ এপ্রিল আসলামুল হকের মৃত্যুতে ঢাকা-১৪ আসন শূন্য ঘোষণা করা হয়।