সোমবার, ২১ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে নির্বাচন বর্জন করেছেন চাচড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রিয়াদ হোসেন হান্নান।
ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার, অনিয়ম, কর্মী সমর্থকদের মারধরসহ নানা অভিযোগে এনে তিনি ভোট বর্জন করেন। সোমবার (২১ জুন) দুপুরে তিনি নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন রিয়াদ হোসেন হান্নান।
তিনি অভিযোগ করেন, নির্বাচন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তার আনারস প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় প্রতিপক্ষ নৌকা প্রতীকের কর্মীরা। যেসব কেন্দ্রে এজেন্ট ছিলো তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এছাড়াও নির্বাচনের শুরুর আগে বহিরাগত লোকদের দিয়ে তার সমর্থকদের ১৫০টি ঘর ভাঙচুর এবং হামলা চালায়। হামলায় শতাধিক কর্মী আহত হওয়ার অভিযোগ করেন স্বতন্ত্র এ প্রার্থী।
ভোটের পরিবেশ না থাকা এবং নানা অনিয়ম হওয়ায় ভোট বর্জনের সিদ্ধান্তের কথা জানান আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা রিয়াদ হোসেন। বিষয়টি প্রশাসন এবং নির্বাচন কমিশনকেও লিখিতভাবে অবহিত করেছেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আমির খসরু গাজী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর একটি লিখিত আমরা অভিযোগ পেয়েছি।’