শনিবার, ১৯ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে ৩ মাস মোঃ জাকির হোসেন (২৮) নামে এক সাঁজাপ্রাপ্ত আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে চরফ্যাশনের দুলারহাট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাকির হোসেন লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা গ্রামের মোনতাছির বিল্লাল কালুর ছেলে।
জানা যায়, পারিবারিক ডিক্রি ৩/১৯ মামলায় তিনমাসের সাজাপ্রাপ্ত আসামী জাকির। গতকাল (শুক্রবার) লালমোহন থানার এএসআই মোঃ মোশারেফ হোসেন চরফ্যাশন উপজেলা দুলারহাট থানা এলাকা থেকে জাকির কে গ্রেফতার করেন।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, নিয়মিত ওয়ারেন্ট অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।