শনিবার, ১৯ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোখলেছুর , সদস্য লিখন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোখলেছুর , সদস্য লিখন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টুঃ ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মোখলেছুর রহমান।
১৫ জুন (মঙ্গলবার) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রাজ্জাক পঞ্চায়েতের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হওয়ায় নতুন করে সহ-সভাপতি নির্বাচনে গত ১২ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে মোঃ মোখলেছুর রহমান’র অতীত অবদান ও আগামীদিনে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে তাঁকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল খালেক মিয়ার মৃত্যুজনিত কারণে সদস্য পদটি শুণ্য থাকায় ১২ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সদস্য পদে এম শওকত ওসমান লিখন কে নির্বাচিত করা হয়।