বুধবার, ১৬ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরা ‘কোড়ালিয়া বাজার যুব সংগঠনের ‘উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
মনপুরা ‘কোড়ালিয়া বাজার যুব সংগঠনের ‘উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : “নিজে পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে” এই স্লোগান কে সামনে রেখে ভোলার মনপুরা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে কোড়ালিয়া বাজার যুব সংগঠনের এর অফিসের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫জুন)রাত ৯টায় রহমানপুর গ্রামে কোড়ালিয়া বাজার এই সংগঠনের উদ্বোধন করা হয়।সংগঠনের সভাপতি আরব আলী সর্দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ কাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব অলিউল্লাহ কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সাকুচিয়া আ’লীগ এর সাধারণ সম্পাদক শাহে আলম ব্যাপারী।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন হায়দার, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রাড়ী,কোড়ালিয়া বাজার পল্লী চিকিৎসক ডাক্তার সাইফুল ইসলাম সহ সংগঠনের সদস্যবৃন্দু প্রমুখ।
সংগঠনে সভাপতি আরব আলী সর্দার বলেন,”কোড়ালিয়া বাজার যুব সংগঠন “একটি অরাজনৈতিক সংগঠন। দলমত নির্বিশেষে সমাজের মানুষের পাশে কাজ করে যাবে।এবং যুব সমাজ কে মাদক থেকে সম্পূর্ণ মুক্ত রাখার একমাত্র অঙ্গিকার সংগঠনের।এবং সমাজের সকল সামাজিক কাজে তাদের সহযোগিতা করার দাবি জানান। এইছাড়া উক্ত সংগঠনের ৫০ সদস্য একটা কমিটি গঠন করেন।