শনিবার, ১২ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় বিদ্যুতের দাবিতে মানববন্ধন।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় বিদ্যুতের দাবিতে মানববন্ধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা : “জাতীয় গ্রিডে বিদ্যুৎ চাই, শোষন থেকে মুক্তি চাই” এ স্লোগানকে সামনে রেখে ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় জাতীয় গ্রিড থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুন) সকালে ভোলা শহরের প্রেসক্লাব চত্বরে মনপুরা সমাজ কল্যান ফাউন্ডেশন ও মনপুরা উন্নয়ন ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন এ্যাডভোকেট এম সালাহউদ্দিন আহমেদ প্রিন্স,মনপুরা উন্নয়ন ফোরাম এর উপদেষ্টা মোঃ মনির আহমেদ, আহ্বায়ক এম শরীফ আহমেদসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, দেশের একমাত্র উপজেলা মনপুরা যেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নেই। রাতে মাত্র ৬ ঘন্টা বিদ্যুৎ থাকে। মুজিববর্ষে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার সরকারের যে, অঙ্গীকার তাও বাস্তবায়িত হয়নি মনপুরায়।
এ অবস্থায় সার্বক্ষণিক বিদ্যুৎ চালুর দাবি করেন আন্দোলনকারীরা।