শুক্রবার, ৪ জুন ২০২১
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সরকার বাজেটের নামে জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে- মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
সরকার বাজেটের নামে জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে- মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সরকার বাজেটের নামে জনগণের সাথে ভাঁওতাবাজি ও প্রতারণা করেছে। এমন মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৪ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। বলেন, প্রস্তাবিত বাজেট অবাস্তবায়নযোগ্য, কাল্পনিক ও অগ্রহণযোগ্য। বাজেটে করোনা মহামারি পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমলে নেয়া হয়নি বলেও অভিযোগ করেন ফখরুল।
বিএনপি মহাসচিব আরও বলেন, অতিমারীকালে এই বাজেট কাগুজে ছাড়া আর কিছুই নয়।প্রস্তাবিত বাজেট দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।