বুধবার, ২ জুন ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ত্রাণ পেলো ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের মানুষেরা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ত্রাণ পেলো ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের মানুষেরা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ভোলার লালমোহনের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্পদ্রায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, সকল দূর্যোগে দেশের মানুষের পাশে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাকৃতিক ঝড় ও মহামারি করোনার দুঃসময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়সহ সকল শ্রেণী পেশার মানুষকে সহযোগিতার মাধ্যমে তাদের জীবিকা নিশ্চিত করেছেন তিনি।
এদিন উপজেলার ১০০ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
পরে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ছিন্নমূল পরিবারের দ্বারে দ্বারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোসসহ আরও অনেকে।