মঙ্গলবার, ১ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে নলকূপ স্থাপনের কথা বলে টাকা আত্মসাত!! লালমোহন বিডিনিউজ
লালমোহনে নলকূপ স্থাপনের কথা বলে টাকা আত্মসাত!! লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে নলকূপ স্থাপনের কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের নুরনবী নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
এমন অভিযোগে সোমবার (১ জুন) নুরনবীর বিরুদ্ধে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেন মোস্তফা মিয়া নামের একজন ভূক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় বছর খানেক আগে উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন ৮ নং ওয়ার্ড পূর্ব চরউমেদ গ্রামের বাসিন্দা মোঃ মোস্তফা মিয়ার বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কথা বলে ৪৩হাজার টাকা নেয় একই এলাকার কয়ছর আহমদের ছেলে নুরনবী। আজও নলকূপ বা প্রদেয় টাকা ফেরত পায়নি সে।
ভূক্তভোগী মোস্তফা মিয়া বলেন, এনজিও’র মাধ্যমে নলকূপ দেওয়ার কথা বলে প্রথমে ৩৫ হাজার টাকা নিয়ে আমার বাড়িতে নলকূপ স্থাপনের কাজ শুরু করে। পরে আরও খরচ লাগবে বলে ৮হাজার নেয় সে। তবে কাজ শেষ না করেই নলকূপের পাইপসহ যাবতীয় মালামাল সরিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করে দেয় সে। জানতে গিয়ে প্রায় ৫/৬ মাস আগে নুরনবীর হামলার শিকার হয়ে চিকিৎসায় আরও ২৫/৩০ হাজার টাকা খরচ হয়েছে।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, এনজিও’র মাধ্যমে নলকূপ দেয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয় নুরনবী। পরে নগদ টাকায় বাজার থেকে নলকূপ কিনে দু-এক গ্রাহককে দিয়ে অন্যদের বিশ্বাস অর্জন করে টাকা নিয়ে আত্মসাত করে নুরনবী।
নাম গোপন রাখার শর্তে আরেক ভূক্তভোগী জানান, প্রায় ৭মাস আগে পার্শ্ববর্তী এক বাড়িতে নলকূপ স্থাপনকালে নুরনবীর সাথে কথা হয় এবং তাকে ১৮ হাজার টাকা দেয়া হয়। তবে আজও পর্যন্ত নলকূপ বা টাকা কোনটাই পাইনি।
এ ব্যাপারে জানতে চাইলে প্রথমে এনজিও’র বরাত, পরে নগদ টাকায় নলকূপ ক্রয়ের কথা স্বীকার করে নুরনবী বলেন, এ পর্যন্ত ৩০/৩৫ টি নলকূপ স্থাপন করেছি। তবে মোস্তফার বাড়িতে মেকানিক দূর্ঘটনার শিকার হওয়ায় ওই বাড়িতে নলকূপ বসানো হয়নি।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, নলকূপ দেয়ার কথা বলে টাকা আত্মসাতের করা হয়েছে মর্মে একটি অভিযোগ পেয়েছি।
এদিকে গভীর নলকূপ স্থাপনে পানির মান পরীক্ষা না থাকায় আর্সেনিক আক্রান্ত আশংকা সৃষ্টিসহ প্রতারণার দায়ে নুরনবীর দৃষ্টান্ত বিচার দাবি করেছেন ভূক্তভোগী ও সচেতনমহল।