শুক্রবার, ২৮ মে ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » আবারও জ্বরে আক্রান্ত খালেদা জিয়া।।লালমোহন বিডিনিউজ
আবারও জ্বরে আক্রান্ত খালেদা জিয়া।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৮ মে) সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনের নতুন কোনো উপসর্গ দেখা দিলো কিনা সে বিষয়ে দুপুরে মেডিকেল বোর্ড বৈঠকে বসবে।
ফখরুল জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা মোটামুটি ভাল। গতকাল থেকে যে জ্বর দেখা দিয়েছে মেডিকেল বোর্ড সে বিষয়ে পরীক্ষা করছে। করোনা আক্রান্ত হওয়ার পর গত ২৭ এপ্রিল বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩ মে তাকে সিসিইউতে নেয়া হয়। সেদিন থেকে তিনি সেখানেই আছেন। ৯ মে করোনা মুক্ত হন বিএনপি চেয়ারপারসন।