বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ।।লালমোহন বিডিনিউজ
ভোলায় বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার ঘুইংগারহাট এলাকায় যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে ভোলা-চরফ্যাসন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। নিহতরা হলেন, সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. আজিজ (৪০), মো. মেরাজ (৩৫) এবং মো. সোহাগ (১৮)।
আহতদের মধ্যে- ইউসুফ (৫০), ঈমন (২০) ও খোকন মাঝিকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পারুল (২৮) ও জেসমিনকে (২০) ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি ব্যাটারি চালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে ভোলা-চরফ্যাসন মহাসড়ক হয়ে ভোলার বাস বাসষ্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিল। পথে ঘুইংগারহাট এলাকায় চরফ্যাশনগামী একটি বাস সামনে থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে বাসটি ভাঙচুর করে।
এদিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। এছাড়া পুলিশ বাসটি আটক করলেও তার চালককে গ্রেপ্তার করতে পারেনি।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।