মঙ্গলবার, ২৫ মে ২০২১
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ঘুর্ণিঝড় ইয়াশ’র প্রভাবে নিন্মাঞ্চল প্লাবিত।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ঘুর্ণিঝড় ইয়াশ’র প্রভাবে নিন্মাঞ্চল প্লাবিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ঘুর্ণিঝড় ইয়াশ এর প্রভাবে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি কুকরি, চর পাতিলা, ঢালচর, মাওলানা ভাসানী আশ্রয়ন প্রকল্পসহ উপকূলীয় এলাকাগুলো জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পানি বন্দী হয়ে আছে হাজারো পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে বসত ঘর, মাছের ঘের, সবজির খামার, চলাচলের রাস্তা, গৃহপালিত পশু । চুলায় আগুন দিতে পারেনি পানিতে প্লাবিত হওয়া অসংখ্য পরিবার৷ দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। পানিবাহীত রোগ ছড়িয়ে পড়ার আশংকাও করছেন অসহায় মানুষগুলো।
মঙ্গলবার (২৫ মে) সরেজমিনে দেখা যায়, বেড়িবাঁধ না থাকায় খুব সহজেই জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে এসব এলাকা। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ৷ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ধরনের ত্রাণ বা সাহায্য পায়নি পানিবন্দি মানুষগুলো।
চর কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, সকাল থেকে অতি মাত্রায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে চর পাতিলাসহ কুকরি মুকরির নিচু এলাকাগুলো। পানিবন্দিদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ চলছে। ঘুর্ণিঝড় ইয়াশের প্রভাবে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে বলেও জানান আবুল হাসেম মহাজন৷