রবিবার, ২৩ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় জেলেদের মানববন্ধন ও স্মারকলিপি।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় জেলেদের মানববন্ধন ও স্মারকলিপি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : বর্ষা মৌসুমে জাটকা নিধন রোধ ও মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংসে অভিযান পরিচালনার আবেদন জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। উক্ত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন ভোলার মনপুরা উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ইলিশ আহরনকারী জেলেরা।
রোববার (২৩ মে) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে শত শত জেলেদের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে প্রধানমন্ত্রী ও জেলাপ্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত স্মারকলিপি গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।
এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা কোস্টগার্ড, উপজেলা মৎস্য অফিস ও প্রেস ক্লাবে স্মারকলিপির অনুলিপি দেয়া হয়।
মানববন্ধনে স্থানীয় ইলিশ শিকারী জেলে মোঃ রুস্তম আলী মাঝী বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে বরিশালের কালীগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ, লক্ষীপুরসহ দেশের বিভিন্ন অ ল থেকে জেলেরা নিষিদ্ধ কারেন্ট জাল নিয়ে এসে জাটকাসহ বিভিন্ন প্রকারের ছোট মাছ নিধন করে। যার ফলে স্থানীয় ইলিশ শিকারী জেলেরা কাঙ্খিত ইলিশ আহরন করতে না পারায় ধারদেনা করে নিঃস্ব হয়ে যাচ্ছে। এমতাবস্থায় প্রশাসনের কাছে জাটকা নিধন ও নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংসে অভিযান পরিচালনার দাবী জেলেদের।