মঙ্গলবার, ১৮ মে ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » রোজিনা ইসলামকে হেনস্তা: ক্ষুব্ধ সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ || লালমোহন বিডিনিউজ
রোজিনা ইসলামকে হেনস্তা: ক্ষুব্ধ সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা ও হয়রানির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।
মঙ্গলবার (১৮ই মে) দুপুরে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন সংক্ষুব্ধ সাংবাদিকরা। এ সময় তারা অবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
রোজিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় নথি চুরি ও ছবি তোলার অভিযোগ সঠিক নয় উল্লেখ করে বক্তারা বলেন, সাংবাদিকের কাজই হচ্ছে সঠিক তথ্য বের করে নিয়ে আসা। তাই সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও হয়রানি সাংবাদিকতার জন্য হুমকিস্বরুপ বলেও দাবি করেন তারা।
এদিকে, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ। দুপুরে মন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমীন বলেন, ‘এই হেনস্তা গোটা সাংবাদিক সমাজের ওপর।’ অবিলম্বে রোজিনার জামিন ও জড়িতদের বিচারও দাবি করেন তিনি।
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ জানায় সাংবাদিক ইউনিয়ন। দুর্নীতির বিরুদ্ধে তার লেখনির কারণেই তাকে হেনস্তা করা হয়েছে বলে জানান সাংবাদিক নেতারা।
বরিশালে অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রিপোর্টার্স ইউনিটি। এ সময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করে নির্যাতিত হয়েছেন রোজিনা ইসলাম। দ্রুত তার মুক্তির দাবি জানান তারা।
রাজশাহীতে বিক্ষোভ করেছে সাংবাদিক ইউনিয়ন। নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পাবনার গণমাধ্যম কর্মীরা। দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংক্ষিপ্ত পথসভা করেন গণমাধ্যম কর্মীরা।
এছাড়া, সিলেট, রংপুর, নাটোর, নোয়াখালী, নেত্রকোণা, সুনামগঞ্জ, পটুয়াখালী, বরগুনাসহ বিভিন্ন জেলায় রোজিনাকে লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।